1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সরকারগুলো রাজনীতিকে লাভজনক ব্যবসায় পরিনত করেছে : ডা. ইরান তৃনমূল নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সাবেক ছাত্র নেতা সৈকত মুন্সীগঞ্জে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে অপপ্রচারের চেষ্টা গজারিয়া অপহরণের মামলা করলেন কনের মা, বরের দাবি ভালোবাসার বিয়ে গজারিয়া মেঘনা নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ রাঙাবালীর জামালের বাড়িতে ঈদ উপহার দিলেন ইউএনও গজারিয়া মহাসড়কে ছিনতাইয়ের ঘটনায় আটক ১ ঈদগাহে ইমাম লাঞ্ছিত: নামাজ পড়াতে বাধা পিরোজপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‘র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কাউখালীতে ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানো নিয়ে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ৭ নেতা আহত

জনগণ ই সকল ক্ষমতার উৎস্য …. মাহামুদ হোসেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

জনগণ ই সকল ক্ষমতার উৎস্য। এ কথা মনে প্রানে বিশ্বাস করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকলের অংশগ্রহনে বহুদলীয় রাজনীতিক দল প্রতিষ্ঠা করে ছিলেন। তার পরবর্তী সময়ে রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা বাস্তবায়নের জন্য তৃণমূল পর্যায়ে কাজ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারি) বিকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা কৃষক দলের আয়োজনে স্থানীয় ৬৭ নং নিজ ভাÐারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ঘোষিত সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাÐারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা মো. মাহমুদ হোসেন এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ভোট নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। বিএনপি চায় নির্বাচন। কিন্তুু আরেকদল নির্বাচন বিলম্বিত করতে চায়। সমসাময়ীক সময়ে রাস্ট্রীয় অর্থ পাচারকারীদের নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদকে কেন্দ্র করে তিনি বলেন, রাষ্ট্রের টাকা লুটপাট করে কেউ সারতে পারবে না, উন্নয়নের নামে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তাদের বিচার করা হবে। যারা ভাÐারিয়া-কাউখালী- নেছারাবাদের টাকা লুটপাট করেছে আপনারা সাথে থাকলে তাদের টাকাও আদায় করা হবে। বিএনপি জনগণের অধিকার রক্ষায় সর্বদা পাশে থাকবে এবং যেকোনো ধরনের লুটপাট বা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে। এসময় তিনি দলের মধ্যে কিছু লোক ফ্যাসিস্ট আওয়ামী দোষরদের সাথে আতাতের বিষয় দুঃখ প্রকাশ করে বলেন, বিএনপির গঠণতন্ত্র পড়বেন। ভিন্ন ভিন্ন দল মতের মাণুষ থাকবে। কিন্তুু যারা বিএনপি করেন এর লক্ষ্য,উদ্দেশ্য তারা মনে প্রাণে ধারন করবেন। যদি তা না পারেন তাহলে এ দল করে  লাভ কি ! তিনি আরো বলেন, আমাদের পরিবার একটি রাজনৈতিক পরিবার। স্বাধীনতার পূর্বা-পর আমাদের পরিবারের সবাই জনমাণুষের জন্য কাজ করে যাচ্ছেন। গণতন্ত্র,সংবিধান এবং উন্নয়নের জন্য সর্বদা কাজ করেন। কখনো কোন প্রতিহিংসার রাজনীতি করেন না। ভিন্ন ভিন্ন দল মতের মানুষের মতের সাথে এক মত হয়ে এলাকার জন্য কাজ করে যাচ্ছে। আগামীতেও এর ব্যতিক্রম হবেনা। উপজেলা কৃষক দলের সভপতি আব্দুর রহমান মল্লিকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান সোহাগ, ভাÐারিয়া উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক মো. গোলাম মোস্তফা, মো. দেলোয়ার হোসেন বিপ্লব, পৌর বিএনপি আহবায়ক মো.মান্নান হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মনির মল্লিক, ছাত্র দলের আহবায়ক উজ্জাল প্রমূখ। পরে উপস্থিত সকলের মাঝে ৩১দফার একটি বই বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓