নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ
মানুষ মানুষের জন্য” এ কথাটির মর্মার্থ বুঝতে হলে মিশতে হবে দুই ব্যাক্তির সাথে। একনিষ্ঠ সমাজকর্মী মানবতার ফেরিওয়ালা তারা নিজেই। এই মানতবতার ফেরিওয়ালা হলেন কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চাঁদ গ্রামের সম্ভ্রান্ত পরিবারের দুই সন্তান সমাজসেবক, তরুণ উদ্যোক্তা ও যুবরত্ন মো: আব্দুল কুদ্দুস (বিডিআর সাবেক) ও বাবু (মেম্বার) সমাজসেবামূলক কাজে জড়িয়ে অল্প দিনের মধ্যে জনগণের আস্থাভাজন হয়ে উঠেছেন এই দুই ব্যাক্তি। সামাজিক দিক থেকে সকলের প্রিয় মানুষ তিনি। মানুষের হিয়ার মাঝে অধিকার পৌছে দেয়াই তার বাসনা, মুখে থাকে তার মন ভাল করে দেয়া হাসি। সদা প্রাণোবন্ত হাস্যোজ্জ্বল মানুষ তিনি। হাসি ছাড়া কথা বলেন না কারো সাথে। ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত পরোপকারে নিজেকে নিয়োজিত রাখেন এই দুই মানবিক মানুষ। স্বপ্ন তার অসহায় মানুষদের নিয়ে কাজ করার। তিনি সবসময় অসহায় অবহেলিত মানুষের সেবায় নিয়োজিত থাকেন। শুধু তাই নয় যে কোনো সামাজিক সমস্যায় তাকে পাশে পাওয়া যায়।করোনা কালে তিনি মানবতার পরিচয় দিয়েছেন। অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন।সম্প্রতি ফাল্গুনের মাহফিল ফুরফুরা শরিফের যারা বাড়িতে ফিরে যাচ্ছে তাদের জন্য এই দুই ব্যক্তি উদ্যোগ নিয়ে একবেলা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এই কাজে কে অনেক মুসাফির খানা হিসেবে দেখছে। এবং অনেকেরই ক্লান্তি দূর হয়ে যাচ্ছে অনেক মুসাফির সন্তুষ্ট প্রকাশ করেছে। এই বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এই দুই ব্যক্তি। তাদেরকে চাঁদগ্রাম ইউনিয়নের অত্র এলাকাবাসী সকলে সার্বিকভাবে সহযোগিতা করেছে এতে এলাকাবাসী কেউ বাহবা দিচ্ছে অনেকে। যা সমাজের মানুষের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।চাঁদগ্রাম এলাকাবাসী নি:স্বার্থ ভাবে এই মুসাফিরদের মুখে হাসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। একটি সুন্দর সমাজ বিনির্মানে কাজ করছে। এ দুই ব্যক্তি বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। ইসলামের সঙ্গে চলতে হলে ইসলামে দেখানো প্রতিটি বিষয় মেনে চলতে হবে।এছাড়া চাঁদগ্রাম ইউনিয়নবাসী মানবসেবার জন্য মসজিদ-মাদ্রাসা, রাস্তাঘাট ও বাঁধ নির্মাণসহ নানা জনকল্যাণ মুলক কাজ করে যাচ্ছে।একটি সুন্দর কাজ সম্পাদন করতে দরকার ভালো মানসিকতার। মানুষের সেবা করেই আত্মতৃপ্তি পাই এই দুই ব্যক্তি সহ চাঁদগ্রাম এলাকাবাসী। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলে আমার আত্নতৃপ্তি। মানুষের উপকার করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। তাই নিজেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রেখেছি। এটাই আমাদের কর্মময় জীবন। এভাবেই সারাজীবন জনগণের সেবা করে পাশে থাকতে চাই এই দুই ব্যক্তি সহ চাঁদ গ্রাম এলাকাবাসী।