কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পবিত্র রমযান উপলক্ষে নিত্যপণ্যের বাজারে লাগাম টানতে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর বাজার মনিটরিং জোরদার করেছে।
শুক্রবার (৭ মার্চ) সকালে সাপ্তাহিক হাটের দিন উপজেলার দক্ষিণ বাজারে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর ৬ মামলায় সাড়ে আট হাজার টাকা জরিমানা করেন।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়।
অভিযানে ওজনে কম দেয়া, নষ্ট ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি করা, ময়লা যুক্ত তেল বিক্রি করা ও ফুটপাতে মোটরসাইকেল পার্কিং করায় ছয় মামলায় সাড়ে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ব্যবসায়ীদেরকে সরকার কর্তৃত নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।একইসাথে দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করা ও স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয় নিশ্চিত করার বিষয়ে সচেতন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ও পিরোজপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায়। অভিযানে আরো উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলাইমান, বাজার কমিটির সদস্য, সংবাদকর্মী সহ থানা পুলিশের দুইটি দল।