পবিপ্রবি প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১১ ই মার্চ) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সোহেল রানা জনি, আদনান মাশরুর, ইত্তেজা শাবাব, সাইফুল আলম অভি সহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বেশকিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে অর্ধ শতাধিক শিশুদের উপস্থিতি দেখা যায়। এসময় উপস্থিত শিশু নুসরাত তাবাসসুম বলেন, “এমন ধারা অব্যাহত থাকলে আমাদের মতো শিশুরা রমজানে কিছুটা স্বস্তিতে রোজা রাখতে পারে। আমরা আয়োজকদের প্রতি ধন্যবাদ জানাই। এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের শিক্ষার্থী ছাত্রদল নেতা সোহেল রানা জনি বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার একটি মানবিক উদ্যোগ, যা সমাজের সামাজিক দায়িত্বশীলতা ও সহানুভূতির পরিচায়ক। আমাদের সমাজে অনেক এমন শিশু রয়েছে যারা আর্থিক বা সামাজিক কারণে পরিবারের সাথে সঠিকভাবে ইফতার করার সুযোগ পায় না। ইফতার শেয়ার করা শুধুমাত্র খাবার ভাগাভাগি নয়, বরং এটি একটি মর্মস্পর্শী সামাজিক বন্ধন প্রতিষ্ঠা, যাতে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো যায়। তিনি আর ও বলেন” এই ধরনের আয়োজন আমাদের শেখায় যে, একটি সমাজে সবাইকে সহানুভূতির সাথে জীবন কাটানো উচিত, এবং অল্প অল্প সহযোগিতায় বড় পরিবর্তন আনা সম্ভব। আমাদের পবিপ্রবি ক্যাম্পাসে এমন ভালো উদ্যোগের হাজারো প্রতিযোগিতা হোক।”