কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জঙ্গিবাদ, চাঁদাবাজ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। শনিবার ( ১৫ মার্চ) বেলা সাড়ে এগারোটায় থানা প্রাঙ্গণে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী - নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ নজরুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আবু তাহের বেপারী, প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রশাসনের তৎপরতায় কাউখালীতে সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ কমে গেছে। আপনারা যে কোন অপরাধের আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আপনাদের নাম গোপন রাখা হবে। অপরাধী যেই হোক না কেন আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এখানে কোন তদবির চলবেন।