নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মুন্সীগঞ্জে উদ্যোগে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল এগারোটায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।সনাকের সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি নারী ও শিশু ধর্ষণ ও সহিংসতার বিচার দাবি করেন। সম্প্রতি দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে উক্ত দাবি করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি ফরিদা ইয়াসমিন, হিরন-কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ঢালী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক আরিফ মোড়ল, সনাক সদস্য শুভংকর বিশ্বাস, মুন্সীগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সমন্বয়ক রাজ মল্লিক, সদর হাসপাতাল এসিজি’র সহ-সমন্বয়ক ইব্রাহিম ওয়ালিদ ও বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের সভাপতি সাইফুল বিন বারী প্রমুখ। উপস্থাপন করেন ইয়েস দলনেতা সিফাত আক্তার, সহ-দলনেতা নাফিসা ইকবাল, সদস্য মাইশা রহমান, মুন্না ঢালী, রিয়া মনি ও সনাক সদস্য মামুন হোসেন।