কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :
ফুলপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের অধীনস্থ ফুলপুর উপজেলায় চারটি কলেজ ও তিনটি মাদ্রাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত আয়োজনের সভাপতিত্ব করেন ফুলপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান হীরা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোশারফ হোসেন বিশ্বাস।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি এ.কে.এম আরিফুল হক।জেলা ছাত্রদল নেতা এ.কে.এম রাজিবুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব হেলাল উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক মোবারক শিকদার।ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুল হাদী আকন্দ সানোয়ার ও রাজিন সালেহ ইভান।তারাকান্দা সরকারি কলেজের সদস্য সচিব মামুন ফকির।ফুলপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাজমুস সাকিব ও সদস্য ফরিদ আহমেদ, সিয়াম, দিদার, মিজান, মাজাহার, মিনহাজ, জাহিদ, জয়।ফুলপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা বিল্লাল হোসেন, সোহাগ, শুভ, হাসান প্রমুখ।