পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৩টি পদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬টি পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৭টি পদে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের পার্থী নির্বাচিত হয়েছেন। রবিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের ফারুক আহমেদ সরদার, সাধারণ সম্পাদক আহসানুল কবির বাদল নির্বাচিত হয়েছেন।সভাপতি পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের ফারুক আহমেদ সরদার পেয়েছেন ১২৩ ভোট। তার নিকটতম প্রার্থী বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের আবুল কালাম আকন পেয়েছেন ১১১ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের আহসানুল কবির বাদল পেয়েছেন ১৩০ ভোট এবং তার নিকটতম বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী সৈয়দ সাব্বির আহমেদ পেয়েছেন ৯৯ ভোট।সহ-সভাপতি পদে নিজাম উদ্দিন সরদার (বিএনপি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আকরাম আলী মোল্লা (বিএনপি), অর্থ সম্পাদক পদে রফিকুল ইসলাম হাওলাদার (বিএনপি), গ্রন্থাগার ও পরিসম্পদ পদে জহুরুল ইসলাম (আওয়ামী লীগ), আপ্যায়ন ও সাংস্কৃতিক পদে সুষেন কুমার হালদার (আওয়ামী লীগ), ক্রীড়া সম্পাদক পদে আকন্দ মো. রুহুল আমীন (আওয়ামী লীগ, হিসাব নিরীক্ষক পদে মিজানুর রহমান (বিএনপি), সদস্য পদে পদে আনোয়ার হোসেন তালুকদার স্বপন (আওয়ামী লীগ), শফিকুল ইসলাম স্বপন (বিএনপি), মনিরুজ্জামান এবং মোহাম্মদ বাইজিদ খান নির্বাচিত হয়েছেন।