কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, হেমায়েত উদ্দিন তালুকদার, প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা শুধু একটি কালরাত্রি নয়, এটি বাংলার বীরত্ব ও সংগ্রামের ইতিহাসের এক করুণ অধ্যায়। এই দিনে আমরা হারানো প্রাণগুলোকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় একটি সুন্দর, উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করি। “আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ জামেমসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান।