1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া মেঘনা নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ রাঙাবালীর জামালের বাড়িতে ঈদ উপহার দিলেন ইউএনও গজারিয়া মহাসড়কে ছিনতাইয়ের ঘটনায় আটক ১ ঈদগাহে ইমাম লাঞ্ছিত: নামাজ পড়াতে বাধা পিরোজপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‘র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কাউখালীতে ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানো নিয়ে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ৭ নেতা আহত রাঙ্গাবালীতে সেতু নির্মাণে লবন পানি দিয়ে কাজ চলছে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভক্তি বিভাজন জনগন প্রত্যাশা করে না : কোতোয়ালিতে ডা: ইরান পাওনা টাকা চাওয়ায় দোকান তালাবদ্ধ ও মারধরের অভিযোগ ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

নেছারাবাদে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে “জয়বাংলা স্লোগান”, হট্টগোল

  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:‎

পিরোজপুরের নেছারাবাদে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে “জয়বাংলা স্লোগান” দেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মার্চ) সকালে নেছারাবাদ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম হট্টগোলের বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজন ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় নেছারাবাদ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শওকত হোসেন বক্তব্য দেন। বক্তব্য শেষে তিনি জয়বাংলা স্লোগান দেন এবং বলেন স্বাধীনতা আন্দোলনে জয়বাংলা স্লোগান দিয়েছি এই স্লোগান দিয়েই যাব। পরে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শওকত হোসেন আবারও জয়বাংলা স্লোগান নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করলে বিষয়টি শুনে মো. গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি এ ঘটনার প্রতিবাদ করেন। এসময় এ সম্মাননা অনুষ্ঠানে হট্টগোলের সৃষ্টি হয়।প্রতিবাদকারী মো. গোলাম মোস্তফা বলেন, গতকাল ২৫ মার্চ গন হত্যা দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সময় নেছারাবাদ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আওয়ামী লীগ নেতা শওকত হোসেন বক্তব্য শেষে জয়বাংলা স্লোগান দেন এবং তিনি এই স্লোগান দিয়েই যাবেন বলে জানান। পরে আজ সকালে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে তিনি নিজেদের মধ্যে জয়বাংলা স্লোগান নিয়ে আলোচনা করলে আমি বিষয়টির প্রতিবাদ করি। এসময় একটি হট্টগোলের সৃষ্টি হয়।এ বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শওকত হোসেন বলেন, আমি তো সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাল গনহত্যা দিবসে বিএনপি, জামায়াত ও ছাত্র সমন্বয়করা বঙ্গবন্ধু ও স্বাধীনতার বিপক্ষে কথা বলেছে এর প্রতিবাদে জয়বাংলা স্লোগান দিয়েছি। এটা আমাদের মুক্তিযোদ্ধাদের স্লোগান এ স্লোগান আমরা দিয়ে যাব।এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, তিনি স্লোগান আজ নয় গতকাল গনহত্যা দিবসের অনুষ্ঠানে দিয়েছিলেন।এ বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি ভুল স্বীকার করেন। তবে বিষয়টি নিয়ে আজ এক ব্যক্তি প্রতিবাদ করলে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে একটি হট্টগোলের সৃষ্টি হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓