নাসিম উদ্দীন ভেড়ামারা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭শে মার্চ) বিকেল ৪টায় দক্ষিণ রেলগেট সংলগ্ন আহসান হাবিব লিংকন এর বাস ভবন চত্বরে উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর) এর সভাপতি এম এ আলম চাঁদ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব ও ১২ দলীয় জোটের জাতীয় সমন্বয়ক আহসান হাবিব লিংকন।বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহাজান আলী, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, আবুল কালাম আজাদ, ভেড়ামারা পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শামীম রেজা শামীম, রেল বাজার বনিক সমিতির সভাপতি মহাসিন রেজা, আদর্শ ডিগ্রী কলেজের সাবেক প্রিন্সিপাল মিজানুর রহমান, কমরেড বাবলু।উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর) এর সাধারণ সম্পাদক খন্দকার রেজওয়ানুর রহমান অঞ্জন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির (কাজী জাফর) ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি সিনিয়র সহ-সভাপতি সেলিম রেজা, সহ-সভাপতি মহিউদ্দিন সরদার, সাংগঠনিক সম্পাদক শামসুল হক, যুগ্ন সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, প্রচার সম্পাদক রাসেল আহম্মেদ, নেতা আইয়ুব আলী, জাতীয় পাটি (কাজী জাফর) উপজেলা শাখা যুব সংহতির সভাপতি মোস্তাফিজুর রহমান (মুরাদ), সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, ভেড়ামারা পৌর শাখার সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আপন রহমান মিনটু, সাংগঠনিক সম্পাদক সানজিদ ইসলাম সবুজ সহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।পরিশেষে উক্ত অনুষ্ঠানে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।