নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দী এলাকায় যানজটে আটকে পড়া একটি মাইক্রোতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানার পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ।মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা এলাকার বাসিন্দা মাইক্রো চালক নূর আলম রাজু তিনজন যাত্রী নিয়ে ঢাকায় বিমান বন্দরে যাওয়ার পথে গত ২৮ মার্চ মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দী এলাকায় যানজটে আটকে পরেন। ভোর সোয়া ছটার দিকে অজ্ঞাত তিন ছিনতাইকারী ছেনা ও রামদা দিয়ে ভয় দেখিয়ে মাইক্রোর আরোহীদের কাছ থেকে নগদ ২৮ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন লুটে নেয়। এ সময় মহিলা যাত্রী তাহেরা বেগম (৬৫) আহত হন।ওই ঘটনায় নূর আলম রাজু বাদী হয়ে গজারিয়া থানায় মামলা (নং-২১) রুজু করে। সোমবার গজারিয়া থানা এলাকার বালুয়াকান্দী গ্রামের নিজ বাড়ি থেকে মহাসড়কে চুরি ছিনতাই ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য বিল্লাল হোসেন ওরফে ফারদিনকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত একটি মোবাইল ফোন ও ৪ হাজার ৭শত ৯০ টাকা উদ্বার করা হয়।