নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টার:
দেশে চলছে সংস্কার ভেড়ামারা হবে পরিষ্কার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া ভেড়ামারাই সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে অপরিচ্ছন্ন স্থানগুলো পরিস্কার করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এর নেতাকর্মীও দলের অঙ্গ সংগঠন। রবিবার সকাল ১১:৩০ টায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভেড়ামারা উপজেলার শাখা উদ্যোগে এবং শফিকুল ইসলাম ডাবলু সদস্য সচিব পৌর বিএনপি তার নেতৃত্বে সকল যুবদল ছাত্রদল শ্রমিক দল একত্রিত হয় ভেড়ামারা বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান করেন। এ সময়ে উপস্থিত ছিলেন স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরাও।অপরিচ্ছন্ন এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এসময় দক্ষিণ রেলগেট বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা পরিস্কার করেন। ময়লা আবর্জনাগুলো যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলানোর সবাইকে অনুরোধ জানায়। নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানাই এই দলটি।এ সময় নেতৃত্ব সার্বিক তত্ত্বাবধান করেন শফিকুল ইসলাম ডাবলু সদস্য সচিব পৌর বিএন পি। এ সময় আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম উপজেলা বিএনপির সম্মানিত সদস্য।নজিবুল হক সুমন সদস্য সচিব পৌর যুবদল।ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন। নরোত্তম ঘোষ নরো যুগ্ম আহবায়ক ভেড়ামারা পৌর। এবং পৌর ছাত্রদের সদস্য সচিব প্রত্যাশা করিম।ভেড়ামারা পৌর ৯নং ওয়াড সাচ কমিটির সদস্য শহিদ।ভেড়ামারা পৌর ৯ নং ওয়াড যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সখি।এছাড়া আরো ছিলেন মাসুম, হিমেল, নাসিরুল, মারুফ, হেজাজ, সজিব, সরুজ, আমিরুল, আনারুল।