নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী কর্তৃক চলমান গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের জনসাধারণ।গজারিয়া উপজেলা ভবেরচর বাসষ্টান্ডস্থ থানার নতুন গেট থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়,পরে মোহাম্মদ আলী প্লাজার সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।এছাড়াও উপজেলা হোসেন্দী এর বাজার মসজিদ, বাউশিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয়,ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়,ভবেরচর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার একাধিক স্থানে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গজারিয়ার শান্তি প্রিয় সাধারণ মানুষ,তৌদিহী জনতা,আলেম ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা,অবিলম্বে মজলুম ফিলিস্তিনবাসীর উপর ইসরাইলের নির্বিচারে মানুষ হত্যা বন্ধের দাবি,তাদের পন্য বয়কটের আহবান জানান এবং তাদের রক্ষায় মহান আল্লাহ’র দরবারে ফরিয়াদ জানান।