নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় সড়ক ও ফুটওভার ব্রিজে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন শরিফ।এসময় তিনি দখলদারদের অবৈধ দোকান সরিয়ে নেওয়ার জন্য। হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীকাল যদি কোনো অবৈধ দোকান বা স্থাপনা পাওয়া যায়, তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভবেরচর বাস স্ট্যান্ড কালীপুরা সিএনজি স্ট্যান্ড সংলগ্ন সড়কের ওপর ভ্রাম্যমান বিভিন্ন দোকান দিয়ে জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। ফলে এ সড়ক দিয়ে চলাচলরত ছোট-বড় পরিবহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল। একই সঙ্গে ফুটওভার ব্রিজে ফুটপাত বিভিন্ন দোকানের দখলে চলে যাওয়ায় চরম ভোগান্তি পৌঁছায় জনসাধারণ।এ দিকে এ অভিযানের খবরে সাধারণ পথচারীরা স্বস্তি প্রকাশ করে জানান, ফুট ওভার ব্রিজটি পথচারীদের নিরাপদ পারাপারের জন্য নির্মাণ করা হলেও দখলদারদের কারণে সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বাধ্য হয়ে অনেকে ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে পারাপার হচ্ছেন, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে তুলেছে।এবিষয়ে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন শরিফ জানান, আজ নামমাত্র একজন ব্যক্তিকে জরিমানা করেছি। ভবিষ্যতে যদি এভাবে ফুটপাত দখল করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।