1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জালিম ইসরাইলকে যে কোনো মূল্যে নিরস্ত্র করা এখন সময়ের দাবী -ছারছীনার পীর ছাহেব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চোখ হারানো ফরিদকে কোপালো সন্ত্রাসীরা গাজায় গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে বিপ্রবিতে মানববন্ধন ও কর্মবিরতি নেছারাবাদে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত গজারিয়া ফুটপাতে দখলমুক্ত রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান গজারিয়া ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জে প্রত্নকথা’ ভ্রমণবইয়ের মোড়ক উন্মোচনে ৩ উপদেষ্টা গাজায় গণহত্যার প্রতিবাদে কাউখালীতে বিক্ষোভ মিছিল গজারিয়া আওয়ামী লীগ নেতার দোকান থেকে ওএমএস-এর ৩৩ বস্তা চাল জব্দ আটক ২ ওয়াকফ বিল ভারতের মুসলিম অধিকার হরণের নয়া কৌশল…. ডা. ইরান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চোখ হারানো ফরিদকে কোপালো সন্ত্রাসীরা

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় অবস্থানকালে গত ৪ আগস্ট দুপুরে জাতীয় প্রেস ক্লাব এলাকায় পুলিশের গুলিতে চোখ হারানো পিরোজপুরের মো. ফরিদ শেখ ওরফে লামিম (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।রোববার (৬ মার্চ) রাতে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের গোপেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।আহত ফরিদ শেখ পিরোজপুর সদর উপজেলার টোনা গ্রামের ইলিয়াছ শেখ ও সালমা বেগমের পালিত ছেলে এবং স্থানীয় তেজদাসকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র।হামলার ঘটনায় সোমবার (৭ মার্চ) ফরিদের মা সালমা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ আরও ৩-৪ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে পিরোজপুর সদর থানায় অভিযোগ দিয়েছেন।অভিযোগে বলা হয়, ফরিদের সঙ্গে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের রাজারকাঠী গ্রামের নাছির কাজীর ছেলে রাকিব কাজীর সঙ্গে কথা কাটাকাটি হয়। বিষয়টি তখন মীমাংসা করে দেন স্থানীয়রা। কিন্তু রাকিব বিষয়টি নিয়ে ক্ষিপ্ত ছিল। পরে রোববার রাতে টোনা ইউনিয়নের গোপেরহাট নামক এলাকায় ফরিদকে একা পেয়ে রাকিব লোকজন নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। আহত ফরিদ জানায়, গত রোজায় টোনা গ্রামের একটি মসজিদে নামাজে দাঁড়ানো নিয়ে রাকিব কাজীর সঙ্গে কথা কাটাকাটি হয়। রোববার রাত সাড়ে ৮টার দিকে আমাকে গোপেরহাট ভাঙ্গা পুল এলাকায় একা পেয়ে রাকিবের নেতৃত্বে সিয়াম শিকদার, নাছির কাজী, শাকিল শিকদারসহ ৭-৮ জন আমার ওপর হামলা করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পাইপ ও ইট দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে চলিশা বাজারের গ্রাম্য ডাক্তারের মাধ্যমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। রাত সাড়ে ১০টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে আমাকে ভর্তি করা হয়।পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. আব্দুস সোবাহান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চোখ হারানো ফরিদ সেখের ওপর হামলা ও কুপিয়ে জখমের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓