কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন ( ৪৮) ও জেলা তাতী লীগের সদস্য সচিব মিজানুর রহমান (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। মোস্তাফিজুর রহমান সুমন উপজেলার সুবিদপুর গ্রামের মজিবর রহমানের ছেলে ও মিজানুর রহমান বেকুটিয়া গ্রামের শাখায়াত হোসেনের ছেলে। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কাউখালী শহর থেকে সুমনকে এবং বেকুটিয়া থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোলায়মান বলেন, গ্রেফতার মিজান ও সুমনের বিরুদ্ধে কাউখালী থানায় নাশকতার মামলা রয়েছে। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।