কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও আগ্রাসনের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে উপজেলা ছাত্রদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে তাদের সাথে একাকত্বতা প্রকাশ করে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক এসএম আহসান কবির, সদস্য সচিব এইচএম দীন মোহাম্মদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন সদস্য সচিব শোয়াইব সিদ্দিক প্রমুখ। এ সময় বক্তারা ফিলিস্তিনের উপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও হত্যাযজ্ঞ বন্ধ করার পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান। এছাড়াও ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সরকারি মহাবিদ্যালয়, মহিলা ডিগ্রি কলেজ ও কেন্দ্রীয় ফাজিল মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনসহ অংশ নেন।