পিরোজপুর প্রতিনিধি:
ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও আগ্রাসনের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের ছাত্রদলের নেতা কর্মীরা। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পিরোজপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় শেষ হয়।পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজির রশিদ বাপ্পি, সহ সভাপতি ইমরান আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, সহ সভাপতি মেহেদী হাসান মাহাদি, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত নূর পরাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের আহ্বায়ক শুভ হাওলাদার, সদস্য সচিব রাফি শিকদার মুন্না প্রমুখ।এ সময় বক্তারা ফিলিস্তিনের উপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও হত্যাযজ্ঞ বন্ধ করার পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান।মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সরকারি সোহরাওয়ার্দী কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনসহ অংশ নেন।