কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী শহরে দুই বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই দুই বাড়ির চার ভাড়াটিয়ার সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ( ৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন উজিয়ালখান গ্রামের জেলে পাড়া সংলগ্ন ব্যবসায়ী রাকিব তালুকদারের দুটি বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে। এতে রাকিব তালুকদারের চার ভাড়াটিয়া সঞ্জয় পাটিকর, সনজিব পাটিকর, গৌতম কর্মকার, উত্তম কর্মকার এর ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় বিশ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ সঞ্জিব পাটিকরের রান্নার ঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত। মুহুর্তের মধ্যে গ্যাস সিলিন্ডারের লেলিহান শিখায় পুরোাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন দেখতে পেয়ে স্খানীয়রা প্রথমে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করে। মুহুর্তের মধ্যে আগুন পাশের গৌতমের বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে কাউখালী ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে পৌছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।তবে আগুনে ওই দুই বাড়ির ঘরে থাকা টিভি, ফ্রিজ, বিপুল পরিমান শীতল পার্টি,প্লাস্টিকের পার্টি সহ সমস্ত কিছু পুড়ে যায়।আশেপাশে পানি না থাকায় ক্ষয়ক্ষতির পরিমান বেশি হয়েছে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) লিডার খলিলুর রহমান জানান, রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারনা করছি। দুটি বাড়িতে চারটি পরিবার বসবাস করতো। তাদের সমস্ত মালামাল পুড়ে গেছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে ওই এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মুহাম্মাদ সেলিম মিয়া, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সোলায়মান,উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন।