নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জ সদরের সিপাহি পাড়া চৌরাস্তায় ট্রাফিক আইন অমান্য করে সড়কের দু’পাশে অবৈধ ফুটপাত ও দখলের উচ্ছেদ অভিযান চালান জেলা আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন। বুধবার (৯ এপ্রিল) বিকেলে সিপাহি পাড়া এলাকায় সড়কের দু’পাশে অবৈধ স্থাপনা ফুটপাত দখলের কারণে হাজারো সাধারণ মানুষের চলাচলের বেপরোয়া যানজটের অতিষ্ঠ।সরজমিনে দেখা যায়, রোডস হাইওয়ে রোড সড়ক ও জনপথ উধ্বর্তন কর্মকর্তাদের চোঁখ ফাঁকি দিয়ে আইন অমান্য করে একদিকে সড়কের দু’পাশে অবৈধ সিএনজি ষ্টান্ড ও ফুটপাত দখল করে রেখেছে অর্ধেক রাস্তা অন্যদিকে ট্রাফিক পুলিশের সদস্যরা যানজট নিয়ন্ত্রণে ব্যার্থ চেষ্টা করেই যাচ্ছেন। পাশা-পাশি অটোরিক্সা ২-৩-৪ লাইনে চলছে আর সাধারণ মানুষ মুখ বুজে নিত্যদিন দুর্ভোগ সয়ে যাচ্ছে অথচ মানুষের এই দুর্ভোগ দুর্দশা যানবাহনের কারণে চলাচলের চরম ভোগান্তি পড়েছে পাবলিক।এবিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব, শামসুল আলম সরকার বলেন, আমাদের সার্বক্ষণিক জেলা আইনশৃঙ্খলা বাহিনী অভিযান ম্যাজিস্ট্রেটসহ চার্জ অব্যাহত রয়েছে মুক্তারপুর সড়কের কাজ চলছে এবং যানজটের দু’পাশে সড়কের অবৈধ দখলদারদের সরিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।