মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এর অপ্রতাশিত বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মঠবাড়িয়ার শিক্ষক পরিবার সংবাদ সম্মেলন করেন।শুক্রবার (১১ এপ্রিল) সকালে মঠবাড়িয়া প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সময় লিখিত বক্তব্যে সাপলেজা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রাসেদ খান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম শুধু একজন কর্মকর্তাই নয়। শিক্ষক রাসেদ খান, কথা বলতে গিয়ে আবেগাল্পুত হয়ে আরও বলেন, নির্বাহী কর্মকতা দায়িত্বের বাহিরে গিয়েও দিনরাত সর্বাস্থরের মানুষের জন্য কাজ করেছেন।এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাফা ডিগ্রী কলেজের সহকারী অধ্যপক জনাব মো: সাকিল আহম্মেদ, সাফা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: রুহুল আমিন খান, শাহাদাত হোসেন কলেজের সহকারী অধ্যাপক মো: চুন্নু মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মো: নাসির উদ্দিন ও বৈষম্য বিরোধী শিক্ষক ফোরাম মঠবাড়িয়ার সভাপতি মো: মোস্তফা কামাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষক নেতা। পরে একই দাবিতে শনিবার মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে সর্ব বৃহৎ মানববন্ধন ও বোরবার উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচির ডাক দেয়া হয়। এতে মঠবাড়িয়া সর্বাস্তরের হাজার-হাজার মানুষ অংশ গ্রহণ করবেন বলেও বক্তারা জানান। উল্লেখ, মঠবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূমকে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক প্রজ্ঞাপনে তার বদলীর আদেশের হয়। প্রজ্ঞাপন থেকে আরো জানা যায় বর্তমান কর্মস্থান মঠবাড়িয়া উপজেলা থেকে গলাচিপা উপজেলায় পদায়ন করা হয়েছে। তার বদলী আদেশ সংক্রান্ত বৃহস্পতিবার দুপুরে জানাজানি হলে সর্বাস্তরের সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বদলী আদেশ প্রত্যাহারের দাবি তুলে ফেসবুকে পোস্ট করেন।