1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ইউএনওর বদলি ঠেকাতে মানবন্ধন মুহাম্মদ আব্দুল হান্নান,নব নির্বাচিত সাধারণ সম্পাদক উত্তর শাহপুর কেন্দ্রীয় ঈদগাঁও কমিটি কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন কুষ্টিয়া ভেড়ামারার ঐতিহ্যবাহী চাঁদগ্রাম মসজিদ-মাদ্রাসা, গোরস্থান ও ঈদগাহ এই চার প্রতিষ্ঠানের কমিটি গঠন মঠবাড়িয়ার ইউএনওর বদলি ঠেকাতে শিক্ষক পরিবারের সংবাদ সম্মেলন কাউখালীতে নাশকতা, হত্যা,ধর্ষনসহ একাধিক মামলার আসামি যুবলীগ ক্যাডার উজ্জ্বল গ্রেপ্তার ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা গজারিয়ায় উওর শাহপুর কেন্দ্রীয় ঈদগাঁও কমিটি গঠন গজারিয়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিএনপি নেতার উপহার কাউখালীতে অগ্লিকান্ডে দুই বাড়ি ভস্মীভূত

কুষ্টিয়া ভেড়ামারার ঐতিহ্যবাহী চাঁদগ্রাম মসজিদ-মাদ্রাসা, গোরস্থান ও ঈদগাহ এই চার প্রতিষ্ঠানের কমিটি গঠন

  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টার:

ভেড়ামারার উপজেলার মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী চাঁদগ্রাম মসজিদ-মাদ্রাসা, গোরস্থান ও ঈদগাহ এই চার চারটি প্রতিষ্ঠা কমিটি গঠিত।শুক্রবার চাঁদগ্রাম জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ শেষে চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেনের সভাপতিত্বে এবং সরকারি মহিলা কলেজের অধ্যাপক জিয়ারুল ইসলামের জিয়া সঞ্চালনায় অনুষ্ঠিত কমিটি গঠন সভা। মুসল্লিদের সর্বসম্মতিক্রমে উক্ত প্রতিষ্ঠানসমূহের কমিটি গঠন করা হয়।কমিটিতে নির্বাচিত আলহাজ্ব মিজানুর রহমান মিজানকে সভাপতি, আলহাজ্ব আতিকুজ্জামান পিন্টু বিশ্বাসকে সাধারণ সম্পাদক এবং মোঃ আশরাফুল ইসলাম জামদকে ক্যাশিয়ার হিসাবে নিযুক্ত করা হয়।এই সূত্রে জনসাধারণ অভিমত ব্যক্ত করেছেন তথা মুসল্লীদের মতামতকে অগ্রাধিকার দিয়ে সততা ও নিষ্ঠার সাথে তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে এই কমিটি প্রতিশ্রুতিবদ্ধ।এছাড়া উক্ত প্রতিষ্ঠান চারটির উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং সেইসাথে উন্নয়নকে বেগবান করবার জন্য আন্তরিকভাবে কাজ করবার সংকল্প ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ। স্থানীয় এলাকাবাসী তাদের প্রতিক্রিয়ায় নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন।অনেকে মুসল্লী অভিমত ব্যক্ত করেছে যে এই জামে মসজিদ, ঈদগাহ,মাদ্রাসা গোরস্থান এই চার প্রতিষ্ঠানের পূর্বেও সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিল মিজানুর রহমান মিজান।এই মিজানুর রহমান মিজান সততা, নিষ্ঠা, আদর্শ এবং সবাইকে নিয়ে পথ চলার ঐক্যবদ্ধতা ঐক্যমত পোষণ করে, শুধু তাই নয় তিনি এই চার প্রতিষ্ঠানকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় মসজিদের মুসল্লীগণ এবং চাঁদগ্রাম এলাকাবাসী ঐক্যমত হয়ে দ্বিতীয়বারের মতো এবারও তাকে এই চার প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে নিযুক্ত করেন। মিজানুর রহমান মিজান বলেন আমি সবাইকে নিয়ে অতীতের মত যেভাবে চার প্রতিষ্ঠানের খেদমত করে যাচ্ছি ভবিষ্যতে আরও আপনাদের সবাইকে নিয়ে আমি এই চার প্রতিষ্ঠানের খেদমত করে যাব ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓