কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে শুভ নববর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আনন্দ শোভাযাত্রা, র্যালি, বৈশাখী মেলা ও লোকজ উৎসব অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার নেতৃত্বে বর্ষবরণের এক আনন্দো শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বরে থেকে বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান, উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবীর, উপজেলা জাসাসের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট কমল কৃষ্ণ মুখার্জী, সুব্রত রায় সহ উপজেলার সকল সরকারি কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলার বেকুটিয়া ব্রিজ সংলগ্ন বিনোদন কেন্দ্রে দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।