নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা টেংগারচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।৩নং টেংগারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে পৌঁছান তিনি।এ সময় জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন ইউপি চেয়ারম্যান মো:কামরুল হাসান ফরাজী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো:আশরাফুল আলম,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মামুন শরীফ, অফিসার ইনচার্জ মো:আনোয়ার আলম আজাদ এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব রহিমা বেগম,ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নাছিম প্রধান, ইউপি সদস্য মো:মুসা মিয়া,পনির সরকার, রিপন মিয়া,আল আমিন, স্বপ্না আক্তার,আয়েশা আক্তার,রুমি আক্তার প্রমুখ।এ সময় তিনি ডিজিটাল সেন্টার ঘুরে দেখেন,গ্রাম আদালত বিষয়ক আলোচনায় অংশ গ্রহণ করেন ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের খোঁজ নেন।জানা যায়,সারাদিন তিনি গজারিয়ায় ব্যস্ত সময় পার করেছেন সকালে তিনি ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন,বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৈশাখী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।