মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে সরকারি চাল মজুদের দায়ে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৩৯ বস্তা চাল জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলার আমুয়াকান্দা বাজারের ধানমহাল সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এ জরিমানা করা হয়। জব্দকৃত চাল থানা হেফাজতে রাখা হয়েছে।এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানা পুলিশ প্রমুখ উপস্থিত ছিলেন।এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা বলেন, উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।