1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় ষড়যন্ত্র ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন টিকিকাটা আঃ ওহাব মহিলা আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন ইউএনও আবদুল কাইয়ূম গজারিয়ায় তেলসহ ১টি ট্যাংক লরি ও ২টি ট্রলার আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা গজারিয়া সড়ক দূর্ঘটনার স্কুল ছাত্রের মৃত,আহত ২ জাতীয় পাটির (কাজী জাফর) ও যুব সংহতির উদ্দোগে কর্মী সভা অনুষ্ঠিত নারী সংস্কার কমিশনের নামে ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়নের সুযোগ এদেশে দেয়া হবেনা—–ছারছীনার পীর ছাহেব শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের কমিটি বিলুপ্ত, কোষাধ্যক্ষ বিপুল-বরণ ঘোষ বহিষ্কার পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রথমবারের মতো জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নেতৃত্ব চেয়ারে বসে আসে না, নেতৃত্ব গড়ে ওঠে রাজপথে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজাপুরে মানববন্ধন

সন্তানকে বিক্রি করে অলংকার ও মোবাইল কিনলেন মা

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় কোলের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন এক মা।সেই টাকায় পায়ের নূপুর,নাকের নথ,শখের মোবাইল ফোন কিনেছেন বলেও স্বীকার করেন তিনি।তবে এখন তিনি অনুতপ্ত।ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের শেওড়াতলা এলাকায়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় স্বামী থানা-পুলিশকে ঘটনা জানালে শিশুটি উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ।শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার পুন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার দুই বছর আগে বিয়ে হয়। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাঁদের এই বিয়ে।বিয়ের কিছুদিন পর থেকেই রবিউলের অসচ্ছলতার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়।অবস্থা বেগতিক দেখে রবিউল সংসারে শান্তির প্রয়োজনে বাড়ির পাশেই ঘরভাড়া নিয়ে বসবাস শুরু করেন।গত চার মাস আগে তাঁদের সংসারে একটি পুত্রসন্তান জন্ম নেয়।রবিউল ইসলাম বলেন, আমাদের ছেলে তামিমের জন্মের পর থেকে সংসারে শান্তি নেমে আসে।অল্প কয়েকদিন আগে লাবনী আমার ছেলে তামিমকে নিয়ে লাবনীর বোনের বাড়ি ভূঞাপুরে যায়।কয়েক দিন পর বাড়ি আসতে বললে লাবনী দুর্ব্যবহার করে।আমার সঙ্গে ঘরসংসার করবে না বলে সাফ জানিয়ে দেয়।আমি কয়েক দিন পর আবার ফোন করে বলি তামিমের দাদা অসুস্থ।ছেলেকে নিয়ে আসো।তিনি তামিমকে দেখতে চাচ্ছে।লাবনী তাতেও ফিরে আসেনি।বারবার যোগাযোগের পর বৃহস্পতিবার লাবনী সন্তান বিক্রি করে ফেলার খবর দেয়।পরে কৌশলে লাবনীকে ভূঞাপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে ধরে বাড়ি নিয়ে আসি।এই সময় সে শিশু তামিমকে বিক্রি করার কথা স্বীকার করে।পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।শিশু তামিমের মা লাবনী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না।আমি মনির নামের একজনের সহযোগিতায় ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে ৪০ হাজার টাকায় তামিমকে বিক্রি করেছি।ওই টাকা দিয়া মোবাইল,পায়ের নূপুর ও নাকের নথ কিনছি।এইডা আমার ভুল হইছে।এই ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমরানুল কবীর বলেন,লাবনী নামের এক মা তার ছেলেকে বিক্রি করেছে বলে আমাদের জানিয়েছে।শিশুটিকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓