কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে বাল্যবিবাহের অপরাধে বরের পিতা মিলন ডাকুয়া (৫২) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা এই সাজা প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মিলন ডাকুয়া উপজেলার বিপ্রা বাশুরী গ্রামের ক্ষীতিশ ডাকুয়ার ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে কাউখালী উপজেলার বিপ্রা বাশুরী গ্রামের মিলন ডাকুয়ার বাড়িতে তার ছেলে সুব্রত ডাকুয়া (১৯) এর সঙ্গে ভান্ডারিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া (১৪) এক কন্যার বিয়ের প্রস্তুতি চলছিল। এমন খবর পেয়ে ইউএনও পুলিশ নিয়ে বরের বাড়িতে যান এবং বিয়ে বন্ধ করে দেন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর - কনে পালিয়ে যান। পরে বাল্যবিয়ের আয়োজন করায় বরের পিতাকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা বলেন, উপজেলার বিপ্রা বাশুরী গ্রামে বরের বাড়িতে ভান্ডারিয়া উপজেলার এক স্কুল পড়ুয়া ১৪ বছর বয়সী কনের সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছিল।এমন খবর পেয়ে বরের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বর - কনে পলিয়ে যায়। পরে বরের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়ে বাল্যবিবাহের আয়োজন করায় বরের পিতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বলেন, কারাদণ্ডপ্রাপ্ত মিলন ডাকুয়াকে শনিবার সকালে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে।