1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নতুন ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসার খাজনার জন্য সরকারি বই বিক্রি করলেন সুপার পিরোজপুরে যুবক হত্যায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড বেকুটিয়া সেতু টোল প্লাজায় ৫ লক্ষাধিক টাকার চিংড়িপোনা ছিনতাই পিরোজপুরে গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা গজারিয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের পায়তারা গজারিয়া জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ এনে কোম্পানীর গেট তালাবদ্ধ করে মানব বন্ধন কাউখালীতে একরাতে ৫ বাড়িতে সিঁধ কেটে চুরি মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার গ্রেপ্তার মুন্সিগঞ্জে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টাকালে ৪টি বোমা ও অস্ত্রসহ যুবদল কর্মী আটক

পিরোজপুরে যুবক হত্যায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের ভান্ডারিয়ায় এমদাদুল ফরাজী (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগে দুই জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।বুধবার (২৩ এপ্রিল) দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মোক্তাগীর আলম এ রায় প্রদান করেন। এছাড়া আদালত তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।‎দন্ডপ্রাপ্ত মো: হাচান হাওলাদার (৩৫) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজিদ হাওলাদারের পুত্র এবং প্রিন্স মোল্লা (৪২) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ঘোনাপাড়ার সিরাজুল ইসলামের পুত্র।‎নিহত এমদাদুল ফরাজী (৩০) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের খান জাহান আলীর পুত্র।মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামীরা ২০০৮ সালের ৩ মার্চ ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের এমদাদুল ফরাজীকে তার ভাড়ায় চালিত মোটরসাইকলে করে সাফা বন্দর এলাকা থেকে চরখালী এলাকায় নিয়ে আসে। সেখানে থেকে আসামীরা মোটরসাইকেল যোগে ভান্ডারিয়ার-মঠবাড়িয়া সড়কের দারুল হুদা মাদ্রাসা এলাকায় মোটরসাইকেল চালক এমদাদুল ফরাজীকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করে। পরে নিহত এমদাদুল ফরাজীর পিতা খান জাহান আলী দন্ডপ্রাপ্তদের নামে ২০০৮ সালের ৪ মার্চ ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তকারী কর্মকর্তা ভান্ডারিয়া থানার এসআই আলাউদ্দিন আসামীদেরকে অভিযুক্ত করে আদালতে একই বছরের ২৫ এপ্রিল অভিযোগপত্র দাখিল করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়াহিদ হাসান বাবু বলেন, আদালত ১৩ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে রাষ্ট্রপক্ষের অভিযোগ প্রমান করতে পারায় আদালতের বিচারক আসামিদের অভিযুক্ত করে এই রায় প্রদান করেন। তবে রায় প্রদান কালে আসামিরা পালাতক ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓