পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর বেকুটিয়া সেতু টোল প্লাজায় বাগেরহাট গামী চিংড়িপোনা পরিবহনকারী একটি মাইক্রোবাস (খুলনা মেট্রো -ছ-১১-০০৩৩) থামিয়ে অজ্ঞাত সন্ত্রাসীরা গাড়িতে থাকা চিংড়িপোনা ছিনতাই করে নিয়ে যায়।বুধবার (২৩ এপ্রিল) ভোর ৫ টার দিকে এ ঘটনা বলে জানান মাইক্রোবাস চালক চঞ্চল চাকলাদার।অভিযোগ সুত্রে জানাযায়, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়ার একটি হ্যাচারী থেকে বাগেরহাটের ব্যবসায়ীরা ১৮২ পলি গলদা চিংড়ি রেনু পোনা মাইক্রোবাসে করে বাগেরহাটের ফকিরহাটে নিয়ে যাচ্ছিল। বুধবার ভোর ৫টার দিকে পিরোজপুরের বেকুটিয়া সেতু টোলপ্লাজায় পৌছা মাত্র অজ্ঞাত ১০/১২ জন লোক মোটর সাইকেল নিয়ে গাড়ীর গতিরোধ করে চালককে জিম্মি করে পৌরসভার বড় খলিশাখালী স্কুলের সামনে নিয়ে যায়। এরপর চালককে ভয় ভিতি দেখিয়ে মাইক্রোবাসেতে থাকা ১৮২ পলি গলদারেনু পোনা যার বাজার মুল্য ৫ লক্ষ ৫০ হাজার টাকা এবং চালকের সাথে থাকা নগদ ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং অন্য একটি মাইক্রোবাসে উঠিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে মাইক্রোবাস চালক বাগেরহাটের চঞ্চল চাকলাদার অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে পিরোজপুর সদর থানা একটি অভিযোগ দায়ের করে। এ ব্যাপরে সদর থানার ওসি তদন্ত মো. তরিকুল ইসলাম জানান, আমরা এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।