নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়া ভেড়ামারা কলেজের প্রাঙ্গণ থেকে শুরু তার রাজনীতিতে পথ চলা।আর এই রাজপথে বছরের পর বছর লড়াই করে চলেছে, বলতে ছিলাম এমন একটি মানুষের কথা যার নাম মনিরুজ্জামান রুবেল ভাই।
রাজনৈতিক প্রতিটি স্তরে নিজেকে প্রমাণ করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ভেড়ামারা উপজেলা শাখা প্রত্যাশা করছে যেজেলা যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে পদ মনিরুজ্জামান রুবেল ভাইকে দেখি চাই।দল অনেক কিছু দেখে, কিন্তু কর্মীদের ভালোবাসা আর মাঠের মানুষের আস্থা এসবই বলে দেয় কে যোগ্য। মনিরুজ্জামান রুবেল ভাই শুধু পদে ছিলেন না,প্রতিটি পদে ছিলেন সক্রিয়, প্রেরণাদায়ী ও সৎ। আজ সময় এসেছে নেতৃত্বে তাঁকে নিয়ে আসার।সমর্থন, ভালোবাসা আর দোয়া রইলো ভাইয়ের জন্য।কেউ যখন একের পর এক দায়িত্বে নিজেকে প্রমাণ করে, তখন নেতৃত্ব চাওয়া নয়, নেতৃত্ব পাওয়া হয়ে যায় সময়ের প্রাপ্য।ভেড়ামারা ছাত্রদল থেকে জেলা সাইবার ফোর্স রুবেল ভাই প্রতিটি স্তরে লড়েছেন নিরবে।আজ আমাদের কথা একটাই এমন নেতাকে নেতৃত্বে আনলে সংগঠন পথ চলা আরো এগিয়ে যাবে।রাজনীতিতে যারা প্রচারে নেই,কিন্তু দায়িত্বে আছেন নিঃশব্দে তাদের নাম সময় মনে রাখে। মনিরুজ্জামান রুবেল ভাই সেই নাম,যিনি ছাত্র রাজনীতি থেকে আজও কর্মীদের ভরসা হয়ে আছেন।ভেড়ামারা শাখার ছাত্রদল সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ বিএনপি’র এই নিরব বীরকে জেলা যুবদলের গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে চাই।এই সমর্থন আবেগ নয়, এই সমর্থন বাস্তবতা।তারেই বারবার প্রমাণ দিয়েছে মনিরুজ্জামান রুবেল ভাই শুধু দায়িত্বে ছিলেন না ছিলেন মাঠে, ছিলেন মানুষের পাশে, ছিলেন তৃণমূল কর্মীদের জন্য আশ্রয় মূল কান্ডারী।এখন সময় তাঁকে সংগঠনের মূল নেতৃত্বে দেখার।সমর্থন জানাই এই আদর্শিক, সংগঠক ও জনসম্পৃক্ত নেতার প্রতি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।