কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন কাউখালী উপজেলা শাখার উদ্যোগে প্রখ্যাত আলেম ও বিশিষ্ট দার্শনিক মাওলানা আযীযুর রহমান নেছারাবাদী কায়েদ ছাহেব হুজুর (রহ) এর ১৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) উপজেলার উত্তর বাজার জামে মসজিদ ‘মানবিক মূল্যবোধ বিকাশে কায়েদ হুজুরের অবদান’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন কাউখালী উপজেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন, নাঙ্গুলি নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন, বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন কাউখালী শাখার সাধারণ সম্পাদক মোঃ বদরুদ্দোজা মিঞা, কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান আলো, সাংগঠনিক সম্পাদক সম্পাদক মোঃ রাকিব তালুকদার, উপজেলা বিএনপির অন্যতম সদস্য শাহ ইমরান ফারুক, যুব মুছলিহীনের সভাপতি মঈন তালুকদার সহ জনপ্রতিনিধি, সংবাদকর্মী, স্হানীয় মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, আল্লামা আযীযুর রহমান কায়েদ সাহেব হুজুর (রহ.) ১৯১৩ইং সালে ঝালকাঠি জেলার বাসন্ডা(বর্তমাননেছারাবাদ) গ্রামে সম্ভ্রান্ত মুসলিমপরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৮ সালের ২৮ এপ্রিল সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চির নিদ্রায় শায়িত হন।