এতদ্বার সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এবং সুনামধন্য প্রতিষ্ঠান চাঁদগ্রাম গোরস্থান জামে মসজিদ একজন জরুরী ভাবে ইমাম নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগনকে ৩০–০৪–২০২৫ইংরেজি তারিখ হইতে ১৫–০৫–২০২৫ইংরেজি তারিখ মধ্যে বায়োডাটা সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং দুই(০২) কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, চেয়ারম্যানের কর্তৃক নাগরিক সনদ পত্র মসজিদ কমিটির কাছে জমা প্রদানের জন্য আহ্বান করা হলো। প্রার্থীগনের যোগ্যতাবলীঃ ১:কোরআনের হাফেজ, মাওলানা, মুফতি হতে হবে (অগ্রাধিকার) ২:বয়স ৩০ থেকে ৪০ হতে হবে,বিবাহিত হতে হবে। ৩:জুম্মার বয়ান পারদর্শী হওয়া এবং সুমধুর কণ্ঠস্বর হতে হবে। ৪: কোনভাবে রাজনৈতিক দলের সাথে সম্পর্ক হওয়া যাবে না। ৫: বেতন এবং ছুটি আলোচনা সাপেক্ষে হবে। যোগাযোগের ঠিকানা ভেড়ামারা চাঁদগ্রাম গোরস্থান জামে মসজিদ, ঈদগা, মাদ্রাসা, কমিটির পক্ষ থেকে,আলহাজ্ব মিজানুর রহমান মিজান (সভাপতি) ভেড়ামারা কুষ্টিয়া মোবাইল:01723-500001,সেক্রেটারিঃ 01711-964403,কোষাধক্ষ্যঃ01732-757036