ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে ব্রজপাতে দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন।এরা হলেন হেলেনা বেগম (৪০), মিনারা বেগম (৩৫) ও মাহিয়া আক্তার ঈশানা ( ১১)। রবিবার (৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।হেলেনা বেগম এর বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের, মিনারা বেগম এর বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট গ্রামে ও মাহিয়া আক্তার ঈশানা এর বাড়ি পোনাবালিয়া গ্রামে।এর মধ্যে হেলেনা বেগম ও মিনারা বেগম গৃহীনি এবং মাহিয়া আক্তার ঈশানা আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন।কাল বৈশাখী ঝড়ে মাঠ থেকে গবাদি পশু আনতে গিয়ে এরা ব্রজপানে নিহত হয়।রবিবার সকাল ১০ টার দিকে হঠাৎ করে ঝালকাঠির আকাশ কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে, রাতের পরিবেশ সৃষ্টি হয়।সেই সাথে বৃষ্টি ও দমকা বাতাস হয়ে গেছে।আকাশে কালো মেঘে করে পুরো জেলা অন্ধকারাচ্ছন্নে রাতের পরিবেশ সৃষ্টি হয়।এতে সাধারন মানুষ রাতের পরিবেশ দেখে বিস্মৃত হয়।