কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
আগামী ২১মে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টি-জেপি’র দলীয় মনোনয়ন পত্র গ্রহন করেন উপজেলা ছাত্র সমাজের সভাপতি শামীম হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক সিমা আক্তার।বুধবার (১৭ এপ্রিল) বিকেলে কাউখালী উপজেলা জাতীয় পার্টি-জেপি’র কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে তারা নেতৃবৃন্দের কাছ থেকে এ মনোনয়ন পত্র গ্রহন করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা জেপির সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, ডা,মতিউর রহমান, মিজানুর রহমান মিজান, মলিন ঢালী, মানিক মিয়া কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ আফরোজা আক্তার শনু, জেপি নেতা ইমাম হোসেন প্রমুখ।