কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে অবৈধ নেট জাল দিয়ে মাছ শিকার করায় তিন জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা এ দন্ড দেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কালিগঙ্গা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।এ সময় নিষিদ্ধ নেট জাল দিয়ে মাছ ধরায় উপজেলার সয়না রঘুনাথ ইউনিয়নের ধাবরী গ্রামের মোঃ রাজু সরদার, মোঃ সাব্বির হোসেন ও মোঃ বেলাল হোসেন নামের তিন জেলকে আটক করে।পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা আটককৃত তিন জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, নদীতে মাছ শিকারে নিষিদ্ধ জাল ব্যবহার সম্পূর্ণ অবৈধ।এ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।