মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পদ-প্রার্থী সমাজ সেবক, অসহায় গরীবের কাছের ব্যক্তিত্ব ফাতেমা ইয়াসমিন পপি রবিবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার দক্ষিণ বাজার সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন।
এসময় এলাকার বিভিন্ন শ্রেনীর জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, আমি কথায় না কাজে বিশ্বাসী। আমি আমার এলাকার সুবিধা বঞ্চিত মানুষের পাশে আগেও ছিলাম আর জনপ্রতিনিধি নির্বাচিত হলে আমি আরো গভীর ভাবে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে থেকে কাজ করতে পারবো বলে আশা করি।
তাই তিনি দলমত নির্বিশেষে উপজেলার সর্বস্থরের জনগন ও ভোটারদের দোয়া ও সমর্থন চেয়েছেন।