নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের উজিরপুরে হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু বরন করেছে।শনিবার (৪ মে) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার বরাকোঠা ইউনিয়নের নরসিংহা গ্রামের মোঃ মোকলেস খানের জমির ধান কাটতে যান কৃষক মোঃ জামাল ফরাজী (২৬)।কিছুক্ষণ পর তিনি ধান কাটা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন।জমির মালিক মোখলেস খান স্থানীয়দের সহযোগিতা নিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে স্ট্রোক জনিত মৃত্যু ঘোষণা করেন।সুত্রে যানা যায়, মৃত কৃষক মোঃ জামাল ফরাজী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার উত্তর ফুলহাতা গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সৈয়দ ফরাজীর পুত্র।গত ২১ এপ্রিল তিনি(জামাল ফরাজী) উজিরপুরের ডাবেরকুলে ধান কাটার উদ্দেশ্যে এসেছেন।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান স্ট্রোক জনিত কারনে একজন কৃষকের মৃত্যু হয়েছে।আইনগত প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।