1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বাল্যবিবাহের অপরাধে বরের পিতার কারাদণ্ড মেঘনায় ১০৪ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ফুলপুরে এ কে এম ফজলুল হক দুদু মিয়া অটিজম বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মিটিং অনুষ্ঠিত মেঘনায় সংঘর্ষে আহত ১০, ভাঙচুরের পর লুটপাটের আশঙ্কা কাউখালী উপজেলা বিএনপির সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্তানকে বিক্রি করে অলংকার ও মোবাইল কিনলেন মা গজারিয়ায় সিকোটেক্স ডাইং এন্ড প্রিন্ট্রিং ফ্যাক্টরিতে আগুন চীনের দেয়া মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালে হলে উপকৃত হবে ২২ জেলার  মানুষ  মেঘনা সেতুর ঢালে রডভর্তি ট্রাক বিকল, মহাসড়কে যানজট ড্রাম ট্রাকে পৃষ্ঠে গেল যুবক

নরসিংদীতে দুই উপজেলায় কাপ-পিরিচের জয়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী প্রতিনিধি :

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ১ম ধাপে অনুষ্ঠিত হয়ে যাওয়া নরসিংদীর দুই উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষণা করা হয়েছে।এতে নরসিংদী সদরে মোঃ আনোয়ার হোসেন কাপ-পিরিচ ও পলাশে সৈয়দ জাবেদ হোসেন কাপ-পিরিচ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন।বুধবার (৮ এপ্রিল) রাত ১০টায় জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ রবিউল আলম এই ঘোষণা দেন।নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোঃ আনোয়ার হোসেন কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৭২৩১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাকির আনারস প্রতিকে ৫০৯১৫ ভোট পেয়েছেন। আনোয়ার হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ে ২১৩৯৫ ভোট বেশী পেয়ে জয়ী হোন।নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে জেলা আওয়ামী লীগের সদস্য।অপরদিকে পরাজিত প্রার্থী আব্দুল বাকির শীলমান্দি ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ছিলেন।
এদিকে পলাশ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে কাপ-পিরিচ ও দোয়াত-কলামের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে। কাপ-পিরিচ প্রতীক নিয়ে দুইবারের উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও সাবেক পৌর মেয়র শরীফুল হক দোয়াত-কলম প্রতীক নিয়ে ভোট যুদ্ধে মাঠে নামেন।শরীফুল হক স্থানীয় এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপের নিকট আত্মীয় হওয়ার সুবাদে বেশ কয়েকবার ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে ব্যর্থ হন।তিনি একটি কেন্দ্রে প্রভাব বিস্তার করে ব্যালট পেপারে একাধিক সিলও মারেন।হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সৈয়দ জাবেদ হোসেন কাপ-পিরিচ প্রতীকে ৩১৩৪৩ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরীফুল হক দোয়াত-কলম প্রতীক নিয়ে ৩০৯৬৮ ভোট পান।তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭৫ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে তৃতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।নবনির্বাচিত সৈয়দ জাবেদ হোসেন পলাশ উপজেলা যুবলীগের সভাপতি ও শরীফুল হক ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।দুই উপজেলায় ভোটার উপস্থিতির সংখ্যা কম হলেও কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে।ভোটাররা কোনো রকম বাঁধা ছাড়াই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓