মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
দ্বিতীয় ধাপে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের নির্বাচন মঙ্গলবার (২১ মে) শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।রাতে নির্বাচনের বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার (অঃদাঃ) মো মনিরুজ্জামান।নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান মোঃ আবু সাইদ মিঞা মনু (ঘোড়া প্রতিক)। তিনি পেয়েছেন ১১ হাজার ৭২৭ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন (কাপ পিরিচ প্রতিক) পেয়েছেন ৫ হাজার ৭৮৫ ভোট।এ উপজেলায় উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে চশমা মার্ক নিয়ে বিজয়ী হয়েছেন মোঃ মৃদুল আহম্মেদ সুমন। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে হাঁস মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন ফাতেমা ইয়াসমিন পপি।