পিরোজপুর প্রতিনিধি :
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে পিরোজপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় সকাল দশটায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন স্হানে প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।র্যালী শেষে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ রানা মিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।