নাজমুল হক মুন্না উজিরপুর বরিশাল প্রতিনিধি :
বরিশালের উজিরপুর উপজেলায়, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তির ৬ দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন।বৃহস্পতিবার (২০ জুন) সকাল দশটার সময় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মেলার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মেলা প্রাঙ্গণে শেষ করা হয়।সংসদ সদস্য সহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থী বৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি কমরেড আলহাজ্ব রাশেদ খান মেনন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী,বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ কফিল বিশ্বাস, উজিরপুর মডেল থানারা অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ,বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হাওলাদার, কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান, শিকারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি,ওয়ার্কার্স পার্টি উপজেলা সভাপতি মোঃ ফয়জুল হক বালী ফারাহীন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, জেলা ওয়ার্কার্স পার্টি সদস্য মোঃ জহিরুল ইসলাম টুটুল, অনুষ্ঠান শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা প্রকল্পের মোট ৪০০ জন কৃষককে পাঁচটি করে নারিকেলের চারা ও ৮০০ জন কৃষককে পাঁচ কেজি করে ধানের বীজ ও সার প্রদানেরও উদ্বোধন করেন সংসদ সদস্য।