ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুর টু বওলা পাকা সড়কের দিউ মোড়ে বিভিন্ন জায়গা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন পেশার মানুষ ও বিশেষ করে অনেক রোগী যাতায়াত করে এ রাস্তা দিয়ে ।সরেজমিন দেখা যায়, ফুলপুর পৌর শহর থেকে বের হওয়ার সময় বালিয়া মোড়ে আনুমানিক ৪০ থেকে ৫০ গজ জায়গা বহুদিন ধরে ভাঙা।
এ ছাড়া আমুয়াকান্দা বাজারে নতুন পাকা রাস্তায় পানি জমে আছে এতে রাস্তারও ক্ষতি জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন।তাই জনসাধারণের দাবী দ্রুত রাস্তা গুলো সংস্কারের কাজ করার জন্য কর্তৃপক্ষের সদৃষ্টিক কামনা করেন। বালিয়ার মোড়ের রমজান ভাই, চায়ের দোকানের ইসলাম ভাই আরও বিভিন্ন পেশার মানুষ ও আমুয়াকান্দা বাজারের ধান মহলের ব্যবসায়ী বিল্লাল সওদাগর বলেন নতুন পাকা রাস্তায় পানি জমে থাকে কিছুদিন গেলে রাস্তাগুলো নষ্ট হয়ে যাবে তাই যত দ্রুত সম্ভব হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন অসাধারণ মানুষ।