কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ ধোবাউড়ায় ৫৫ গ্রাম হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ।ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ চান মিয়ার নির্দেশে এস আই জাহিদ হাসান এর নেতৃত্বে সঙ্গীও ফোর্সসহ গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলার গামারিতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকায় গতকাল মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৫৫ গ্রাম হেরোইনসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।৫৫ গ্রাম হেরোইন এর আনুমানিক মূল্য ৫ লক্ষ ৫০হাজার টাকা।আটককৃত ৫ জন মাদক ব্যবসায়ী উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর গ্রামের বাসিন্দা বলে পুলিশ সুত্রে জানাযায়।আটকৃত ৫জন আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুকরা হয়েছে বুধবার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।এ ব্যাপারে অফিসার ইনচার্জ চান মিয়া বলেন, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত ও মাদক সেবন করে আসছে, মাদকের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।