মোঃ কামরুল ইসলাম খান,
ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর থানায় জোড়া সন্তান হত্যার দায়ে আসামি বাবা কে ৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এ-র দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার মোঃ আতাহারুল ইসলাম তালুকদার, ফুলপুর সার্কেল এর তত্ত্বাবধায়নে অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান,এর পরিচালনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নি) হানিফ উদ্দিন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার আসামী গ্রেফতারের জন্য বিশ্বস্ত সোর্স নিয়োগ করিয়া তথ্য প্রযুক্তির মাধ্যমে বাদীকে সাথে নিয়া ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইং ২২/০৭/২০২৪ তারিখ রাত ৩.৪৫ সময় ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন কাচারীঘাট এলাকা হইতে আসামী মোঃ সোহাগ মিয়া (৩৫), পিতা-মৃত হরমুজ আলী, মাতা-মোছা. আনোয়ারা স্থায়ী: গ্রাম-বওলা, উপজেলা/থানা- ফুলপুর, জেলা -ময়মনসিংহ গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দপূর্বক তাহার দুই কন্যা সন্তানকে ২০/০৭/২০২৪ তারিখ সকাল ১০.০৫ ঘটিকার সময় কীটনাশক বিষ এর মাধ্যমে জোড়া হত্যার বিষয়ে বিস্তারিত ঘটনার বর্ণণা দিয়া ফৌঃ কাঃ বিঃ-১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি রেকর্ড করাইয়াছেন। তাছাড়াও অত্র মামলার তদন্তকারী অফিসার ধৃত আসামীর বড় ভাইয়ের স্ত্রী এবং ছোট বোন ঘটনার প্রত্যক্ষ সাক্ষীদ্বয়কে ঘটনার বর্ণণা উল্লেখপূর্বক বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ-১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি রেকর্ড করাইয়াছেন। উক্ত মামলার ঘটনায় রহস্য উদঘাটন সহ আসামী কর্তৃক ডিসিস্ট সুমাইয়া (১৩) ও সুরাইয়া (১১) দ্বয়কে যে কীটনাশক খাওয়াইয়া হত্যা করা হয়েছিল তাহার অবশিষ্ট কীটনাশকের টিউব উদ্ধারপূর্বক জব্দ করিয়াছেন। মামলার প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ ঘটনার সততা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে