রাজীব কুমার মালো নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর খলিফাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার নলবুনিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময়ে গুরুতর আহত ওই যুবদল নেতাকে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ(শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নলছিটি উপজেলা রানাপাশা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর খলিফা বলেন, আমি ওয়ার্ড যুবদলের কমিটি গঠন করার জন্য শনিবার রাত সাড়ে আটটার দিকে নলবুনিয়া খেয়াঘাট এলাকায় যাই। এ সময়ে আমাকে অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে ছাত্রলীগের ও যুবলীগের নেতাকর্মীরা। আমার ওপর হামলা চালায় দক্ষিণ ভবানীপু গ্রামের মৃত মালেক খলিফার ছেলে ও কথিত ছাত্রলীগ নেতা সুমন খলিফা, মামুন খলিফা, জাকির খলিফা, হুমায়ুন খলিফা, নলবুনিয়া গ্রামের মৃত আনসার খলিফার ছেলে যুবলীগ নেতা সহিদ খলিফা, কবির খলিফা, স্থানীয় দেলবার খার ছেলে মামুন খা ও মৃত তানজের খলিফার ছেলে ইউনুস খলিফাসহ ৩/৪ জন যুবক।আহতের ছেলে জাহিদ খলিফা বলেন, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।