কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ
আমাদের চলার পথে যেখানেই যে দোষ ত্রুটি আপনারা দেখবেন তা নিঃসংকোচে গঠনমূলক সমালোচনা করবেন। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে পৌরশহরের গ্রীণ রোডের অস্থায়ী কার্যালয়য়ে ফুলপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রতি এই আহ্বান জানান উপজেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দরা।তারা আরো বলেন বর্তমান প্রেক্ষাপটে আপনারা স্বাধীন ভাবে কাজ করবেন এটাই আশা করি।‘আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী।গঠনমূলক সমালোচনা করবেন।ভুল-ক্রুটি ধরিয়ে দিবেন।এবং সমাজের ইতিবাচক খবরগুলোকে আপনারা গুরুত্ব দিয়ে প্রকাশ করবেন,যেন সমাজের মানুষ ইতিবাচক কাজ করতে উদ্বুদ্ধ হয়।সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার সৎ সাহস আপনাদের কাছে আমরা কামনা করি।এইসময় ময়মনসিংহ জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদের সদস্য মোঃ শাহাদাৎ হোসেন,উপজেলা জামায়াত ইসলামীর আমির প্রফেসর গোলাম কিবরিয়া, সাবেক আমির মাহবুব আলম মন্ডল,বায়তুল মাল সম্পাদক আব্দুল হালিম,ফুলপুর পৌর জামায়াতের সভাপতি আতিকুর রহমান সেক্রেটারি সিরাজুল ইসলাম ছনধরা ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি সাজ্জাদ হোসেন উপজেলা শ্রমীক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আজিজ ও সেক্রেটারি মোঃ ফরিদ মিয়া সহ ফুলপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।