1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৫ মে ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে ট্রাফিক স্বেচ্ছাসেবীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান  গজারিয়ায় একজন সম্ভাবনাময় তরুনের অন্তিম যাত্রা,শোকে স্তব্ধ এলাকা রাস্তার দু’পাশে সুশৃঙ্খলভাবে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা: ফখরুল নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব ইসলামবিদ্বেষী ও জনবিচ্ছিন্ন….. মাওলানা গাজী আতাউর রহমান আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মূল থেকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে….. মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান গজারিয়া আড়ালিয়ায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন আর রহমাহ ফাউন্ডেশন গজারিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালী আহসান হাবিব লিংকনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মিনহাজুল হক মিন্টু ও সুমন বিশ্বাস পিরোজপুরে খনন করা হচ্ছে ভাড়ানি খাল, অবৈধ স্থাপনা উচ্ছেদ গজারিয়া বেসরকারি বিদ্যুৎ লাইন ও টাওয়ার নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

৭ বছর পর দেখা হলো মা-ছেলের

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ সাত বছর পর দেখা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।উন্নত চিকিৎসার জন্য লন্ডনে বুধবার বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হিথ্রো বিমান বন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা।দলীয় সূত্র বলছে, লন্ডনে পৌঁছে সরাসরি হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার। তারেক রহমানের সঙ্গে লন্ডনে কিছুদিন থাকার পর যাবেন যুক্তরাষ্ট্রে। মেরিল্যান্ডের পূর্ব বাল্টিমোরে অবস্থিত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি।তারেক রহমান ২০০৭ সাল থেকে লন্ডনে রয়েছেন। মঙ্গলবার রাত ১০টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার আকাশ থেকে উড্ডয়নের কয়েক ঘণ্টা পর লন্ডনে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর সেখানেই দেখা হয় তারেক রহমানের সঙ্গে।এর আগে চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৫ জুলাই সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন খালেদা জিয়া। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তিনি যাত্রাবিরতি করেন। ১৬ জুলাই বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। সে সময় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং যুক্তরাজ্য বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান। লন্ডনে সাক্ষাৎকালে খালেদা জিয়া ও তারেক রহমান উভয়ই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারেক রহমান তখন নিজের গাড়িতে করে মা খালেদা জিয়াকে গন্তব্যে নিয়ে যান।সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বিদেশ যাত্রার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছেন। সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সংবলিত এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটে করে মঙ্গলবার রাতে লন্ডন যান খালেদা জিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓