1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরূপকাঠিতে হাজার কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতির পরিচালক মুন্সিগঞ্জ টঙ্গীবাড়িতে পুকুর থেকে ৩২৬ পিস সরকারি গুলি উদ্ধার ফুলপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সংকটে মানববন্ধন নিরসন করলো উপজেলা প্রশাসন গজারিয়া বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী মো:হাবিবুর রহমান এর কুলখানি অনুষ্ঠিত গজারিয়া সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক আহত পিরোজপুরে চীনের প্রস্তাবিত হাসপাতাল চেয়ে প্রধান উপদেষ্টার কাছে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরানের চিঠি রাঙ্গাবালীতে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটির শপথ গ্রহণ কাউখালীতে বাল্যবিবাহের অপরাধে বরের পিতার কারাদণ্ড মেঘনায় ১০৪ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ফুলপুরে এ কে এম ফজলুল হক দুদু মিয়া অটিজম বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মিটিং অনুষ্ঠিত

ঝালকাঠিতে আনসার ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম ঝালকাঠি:

ঝালকাঠিতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।ঝালকাঠি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার প্রদীপ চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ কমান্ডার আসাদুজ্জামান গনী।অনুষ্ঠানে বিশেষ বিষেশ অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন এইচএম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক অন্তরা হালদার, ২২ ইঞ্জিনিয়ার ব্যাটারিয়ন বরিশাল সেনানিবাসের মেজর শোভন শাহরিয়ার এবং জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ঝালকাঠি কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল হক।সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রেঞ্জ কমান্ডার আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জুলাই বিপ্লবোত্তর সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রেখে আস্থার স্বাক্ষর রেখেছে। আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধসহ সমাজের প্রতিটি স্তরে কাজ করছে এ বাহিনীর সদস্যরা। তিনি তার বক্তব্যে বাহিনীর সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য উদাত্ত আহ্বান জানান।জেলার ৪ উপজেলা থেকে আনসার ও ভিডিপি সদস্যরা সমাবেশে যোগ দেয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।আমন্ত্রীত অতিথিদের সাথে নিয়ে সকাল ১০ টায় বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেঞ্জ কমান্ডার আসাদুজ্জামান গনী। পরে আলোচনা সভা এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আনসার ভিডিপি সদস্যদের মধ্যে উপহার সামগ্রী প্রদান করা হয়।পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ঝালকাঠি সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল আমিন মিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓