ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পটুয়াখালীর রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ তানভীরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাহেরচর বাজার সংলগ্ন নতুন ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। তানভীর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের ছেলে। জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে শহীদুল পলাতক রয়েছে। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ তানভীরকে আটক করা হয়েছে।